স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল স্ত্রীর

  14-01-2021 09:08AM


পিএনএস ডেস্ক: চুয়াডাঙ্গায় স্বামীর মোটরসাইকেলের পেছন থেকে পড়ে স্ত্রী উম্মে সালমা নামে (৫৫) এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার ভিমরুল্লা জেলা কারাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

উম্মে সালমা নাটোর জেলার নজরপুর গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী। তারা দু’জনই চুয়াডাঙ্গা দর্শনা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে চাকরি করেন। চাকরি সুবাদে তারা দুজনই চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াতে ভাড়া বাসায় থাকতেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্বামীর সঙ্গে উম্মে সালমা দর্শনা কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে দৌলতদিয়ার ভাড়া বাসায় ফিরছিলেন। পথে শহরের ভিমরুল্লা জেলা কারাগারের সামনের গতিরোধক অতিক্রম করার সময় স্বামীর মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে যান উম্মে সালমা। এসময় তিনি মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উম্মে সালমা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন