শৈলকুপায় প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

  15-01-2021 02:35PM


পিএনএস ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন বল্টুকে হত্যা মামলায় বাপ্পি হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুত্রুবার সকালে শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহাসিন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার বাপ্পি শৈলকুপার কবিরপুর এলাকার বসিন্দা।

আর নিহত লিয়াকত হোসেন বল্টু উপজেলার উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর ও প্রার্থী শওকত আলীর ভাই ও ষষ্টিবার গ্রামের মসলেম উদ্দীনের ছেলে।

বুধবার রাত ৮টার দিকে উপজেলায় শৈলকুপা পৌরসভায় লিয়াকত হোসেন বল্টুকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। একই ওয়ার্ডের প্রতিপক্ষ স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন বাবুর সমর্থকদের বিরুদ্ধে তাকে হত্যা করার অভিযোগ উঠেছে। যদিও একইদিন এই ঘটনার ৫ ঘণ্টা পর রাত ১টার দিকে নদীতে পাওয়া গেছে কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন বাবুর মৃতদেহ।

ওসি মহাসিন আলী জানান, লিয়াকতের ভাই শওকত বাদী হয়ে শৈলকুপা থানায় ২০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। শুক্রবার বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন