সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে জাপার ডাবলুসহ বেসরকারি ভাবে যারা নির্বাচিত হলেন

  17-01-2021 07:15PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : কুয়াশার চাদরে ঢাকা সূর্য্যরে আলোকে উপেক্ষা করে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে বেসরকারি ভাবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- মেয়র পদে জাপার মো. আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু (লাঙল) ২ হাজার ৭০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ¦ন্দ্বি আওয়ামীলীগের মো. আব্দুল্লাহ আল মামুন (নৌকা) পেয়েছেন ২ হাজার ৫৫৮ ভোট। সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১,২,৩ আসনে রুবিয়া বেগম, ৪,৫,৬ আসনে রত্নারানী এবং ৭,৮,৯ আসনে মনোয়ারা বেগম, সাধারণ আসনের কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মো. ছামিউল ইসলাম, ২নং ওয়ার্ডে মো. মাজেদুর রহমান প্রামানিক রুনু, ৩নং মো.জামিউল ইসলাম জমু, ৪নং ওয়ার্ডে মো. মাহবুর রহমান, ৫নং ওয়ার্ডে মো. মশিউর রহমান বিল্পব, ৬নং ওয়ার্ডে লাবলু মিয়া, ৭নং ওয়ার্ডে মো. শাহীন মিয়া, ৮নং ওয়াডে মো. হাবিবুর রহমান এবং ৯নং ওয়ার্ডে বাবলু কুমার সরকার। পৌরসভায় মোট ভোট সংখ্য ১৪ হাজার ৭১ জন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৮৬৩ জন এবং নারী ভোটার ৭ হাজার ২০৮ জন। মোট কাষ্ট হয়েছে ১০ হাজার ৭৯ ভোট। ভোটারের শতকরা উপস্থিতি ৭৫ ভাগ।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন