বাংলাবাজার-শিমুলিয়ায় ১১ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

  18-01-2021 01:19PM

পিএনএস ডেস্ক : ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর সোমবার সকাল সোয়া এগারোটায় ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসির বাংলবাজার ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. জামিল এ তথ্য জানিয়েছেন। বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ভোর রাতের দিকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে।

এ সময় পদ্মানদীতে দিকনির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখে। এ সময় চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মানদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়েছে।

এছাড়া্ও ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও সকাল ১১টা পর্যন্ত বন্ধ ছিল বলে ঘাট সূত্রে জানা গেছে। বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. জামিল জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কাটতে শুরু করলে সোয়া এগারোটায় রো রো ফেরির মাধ্যমে চলাচল শুরু করা হয়। তবে শিমুলিয়া থেকে এখন পর্যন্ত কোন ফেরি বাংলাবাজার ঘাটে আসেনি। জানা গেছে মাঝ পদ্মায় এখনো কুয়াশা রয়েছে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন