ডিমলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ

  19-01-2021 06:10PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : বাংলাদেশ নির্বাচন কমিশন ২০১৯ সালে নিবন্ধিত নাগরিকদের মধ্যে যারা এ বছর ভোটার তালিকাভুক্ত হয়েছেন সেসকল নাগরিকদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন করা হয়।

১৯ জানুয়ারি সকালে নীলফামারী ডিমলা উপজেলার ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা নির্বাচন অফিসারের সৌজন্যে ১৫৫৭ জন নাগরিকদের মাঝে পরিচয়পত্র বিতরন করা হয়।

এসময় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম,বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মাহাবুব আকতার বানু। উক্ত পরিচয়পত্র বিতরনে সভাপতিত্ব করেন ৮ নং ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ৯ ওয়ার্ডের ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবরগ।এসময় নির্বাচন অফিসার বলেন, ভোট আপনার আমার নাগরিক অধিকার। একটি দেশ গঠনে ভোটের বিকল্প নেই।শুধু ভোটের ক্ষেত্রেই নয় জাতীয় পরিচয়পত্রটি সকল ক্ষেত্রেই প্রয়োজন।একজন সচেতন নাগরিক হিসাবে কার্ডটি যত্ন সহকারে রাখবেন।স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাওয়া শরিফুল ইসলাম,অফু রাম,বলরাম রাম,সুমি বেগম বলেন এর আগে ভোটাররা স্মার্ট কার্ড পাই নি,আমরা পেয়েছি এজন্য আমরা আন্দদিত।তরুন প্রজম্ম তাদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এ ভোটটি অত্যন্ত মূল্যবান।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন