ডিমলায় শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ

  20-01-2021 05:12PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : শীতের প্রখরতাকে ঘিরে দুস্থ ও অসহায় অসহায় মানুষের মাঝে কম্বল নিয়ে পাশে দাড়ালো বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন নীলফারী। ২০ জানুয়ারি দুপুরে জেলার ডিমলা উপজেলা ৭নং খালিশ চাপানি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন নীলফারী এর আয়জনে দুইশত শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এসময় ৭নং খালিশা চাপানি ইউ.পি চেয়ারম্যান আতাউর রহমান এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা রেজিস্ট্রার শাখাওয়াত হোসেন,সৈয়দপুর সাফ রেজিস্ট্রার মিজানুর রহমান,ডিমলা সাফ রেজিস্ট্রার রাম জীবন কুন্ড,ডিমলা দলিল লেখক সমিতির সভাপতি ও ৮ নং ঝুনাগাছ চাপানী চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমান চৌধুরী দলু,ইউ.পি সদস্য প্রদীপ কুমার রায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান, সহকারি শিক্ষক জহির উদ্দিন ও ঠিকাদার সুমন ইসলাম। এসময় ডিমলা সাফ রেজিস্ট্রার বলেন মাঘের হিমেল শীতে সমাজের সকল বিত্তবানদের অসহায়দের পাশে দাড়ানোর জন্য সাহায্য করা উচিত।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন