টাঙ্গাইলে ঘন কুয়াশায় যানজটের সৃষ্টি

  21-01-2021 12:11PM


পিএনএস ডেস্ক: বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে ঘন কুয়াশার কারণে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ধীরগতিতে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। মহাসড়কে সেতু এলাকা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত এখনো পর্যন্ত ধীরগতিতে চলছে যানবাহন।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে বুধবার মধ্যরাত থেকে ভোর চারটা পর্যন্ত দুই দফায় প্রায় আড়াই ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনায় রোধ করতে কতৃপক্ষ টোল আদায় বন্ধ রাখে। এতে সেতুর দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। সকাল থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এতে খুবই ধীরগতিতে যানবাহন চলাচল করছে। বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন