সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ২৭২ জন ভুমিহীন

  21-01-2021 07:24PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২৭২ জন ভুমিহীন ও গৃহহীন পরিবার জমি এবং গৃহ পাচ্ছেন। কাল ২৩ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে ভুমিহীন পরিবারদের মাঝে ঘর ও জমির দলিল তুলে দেয়া হবে।

বৃহস্পতিবার এনিয়ে উপজেলা নিবার্হী অফিসার তাঁর কার্যালয়ে সাংবাদিকের সাথে এক মতবিনিময় সভা করেন। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, সাংবাদিক শাহাজান মিঞা, এ মান্নান আকন্দ, মোশাররব হোসেন বুলু, শাহ রোদোয়ানুর রহমান, জাহিদুল ইসলাম জাহিদ, শফিকুল ইসলাম অবুজ, আবু বক্কর প্রমুখ। উপজেলা নিবার্হী অফিসার জানান ইতিমধ্যে উপজেলার সবগুলো ঘরে নির্মাণ কাজ শেষ হয়েছে। ভুমিহীন পরিবারদের নামে ২ শতক করে জমির দলিল, খারিজ খাজনা, মাঠপর্চা এবং একটি করে সনদপত্র প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রীর দেয়া ফোলটারের মাধ্যমে তাদেরকে কাজগপত্রাদি সরবরাহ করা হবে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা। ২৭২ ঘর নির্মাণে মোট ব্যয় ৪ কোটি ৭৬ লাখ। এর মধ্যে বামনডাঙ্গা ইউনিয়নে ৭৩ জন, সোনারায় ৯ জন, সর্বানন্দে ৩৬ জন, রামজীবনে ৫৭জন, ধোপাডাঙ্গায় ১৮ জন, শান্তিরামে ৪২ জন, কঞ্চিবাড়িতে ২৭ জন, শ্রীপুরে ৬ জন এবং পৌরসভায় ৪ জন।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন