রংপুরে নকল চিপস তৈরির কারখানায় র‌্যাবের অভিযান

  21-01-2021 11:51PM

পিএনএস ডেস্ক : রংপুরে নকল চিপস ও ফুড আইটেম উৎপাদনের অভিযোগে ফ্যান্টাসি চিপস ও নুরজাহান এগ্রো ফুড নামে একটি প্রতিষ্ঠানের এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর নব্দীগঞ্জ এলাকায় রংপুর জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। র‌্যাব-১৩ এর সদস্যদের সহযোগিতায় অভিযানে নেতৃত্বদেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, নব্দীগঞ্জ এলাকায় নকল চিপস ও ফুড আইটেম তৈরির কারখানায় অভিযান চালানো হয়েছে। কারখানাটি কোন প্রকার অনুমোদন ছাড়াই এসব পণ্য উৎপাদন করে আসছিল। অভিযানে উদ্ধার হওয়া চিপস ও ফুড আইটেমে ক্ষতিকর কেমিক্যালের উপস্থিতি পাওয়া গেছে। নকল পণ্য তৈরির দায়ে ফ্যান্টাসি চিপস ও নুরজাহান এগ্রো ফুডের সত্ত্বাধিকারী জাহিদুল হাসানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির কারখানা ও গোডাউন বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন