শেরপুরে সম্মিলিত শ্রমিক ঐক্যপরিষদের গণসংবর্ধনা

  23-01-2021 07:07PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : ডিজিটাল ও মাদকমুক্ত পৌরসভা গড়ে তোলার ঘোষণা দিলেন বগুড়ার শেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র জানে আলম খোকা। শনিবার (২৩জানুয়ারি) বিকেলে সম্মিলিত শ্রমিক ঐক্যপরিষদের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই ঘোষণা দেন তিনি। শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন প্রাঙনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আরিফুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র জানে আলম খোকা আরও বলেন, পৌরসভার নাগরিকদের সব ধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। শহরে থাকবে না কোনো শুকুর আর কুকুরের বিচরণ। টেনে ধরা হবে মাদকের লাগাম। এছাড়া শ্রমজীবি মেহনতি মানুষের ভাগ্নোন্নয়নে নানামুখি পরিকল্পনা নেয়া হবে। এক্ষেত্রে নিজেকে উৎসর্গ করার ঘোষণাও দেন তিনি। এর আগে জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক-ট্যাংলরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ভ্যান শ্রমিক, কুলি শ্রমিক ইউনিয়নসহ অন্তত ত্রিশটি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত মেয়রকে এই ফুলেল গণসংবর্ধনা দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে শেরপুর পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকন, কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, জাকারিয়া মাসুদ, শেরপুর বাসষ্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম শিরু, বিশিষ্ট আইনজীবি এ্যাড. আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা মতিউর রহমান মতি প্রমুখ বক্তব্য রাখেন।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন