হাসাপালের ডাস্টবিনে পড়ে ছিল ফুটফুটে নবজাতক

  25-01-2021 02:03AM

পিএনএস ডেস্ক : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপালের ডাস্টবিন থেকে এক নবজাতক উদ্ধার হয়েছে। নবজাতকটি বর্তমানে হাসপাতাল কতৃপক্ষের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত ই খোদা বলেন, রবিবার সকালে হাসপাতালের রোগীরা ডাস্টবিনের মধ্যে একটি নবজাতকের কান্না শুনতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়।

হাসপাতাল কর্তৃপক্ষকে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত সেবিকারা শিশুটিকে চিনতে পারে। সম্প্রতি ৫ দিনের (বালক) নবজাতকটিকে নিয়ে তার মা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শিশুটির নাম না দিলেও নিজের নাম দেয় হীরা (৩০), ঠিকানা দেয় সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা গ্রাম। শনিবার রাতে ওই মা হাসপাতাল ত্যাগ করার সময় ডাস্টবিনে শিশুটিকে ফেলে দেয়।

তত্ত্বাবধায়ক ডা. কুদরত ই খোদা জানান, শিশুটি প্রিম্যাচিউড (অপুষ্ট) নবজাতক। তবে বর্তমানে শিশুটি হাসপাতালে ভালো আছে। নবজাতকটি পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক ও সদর থানাকে অবগত করা হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন