মীরসরাই অর্থনৈতিক জোনে শ্রমিকের মৃত্যু

  26-01-2021 01:39AM

পিএনএস ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে কংক্রিট ভাঙার সময় একটি টুকরো বুকে এসে লেগে মো. শাহীন (৩২) নামে সেখানে কর্মরত এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে নির্মাণাধীন বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন গাইবান্ধা জেলার সাঘাটা থানার মান্দুরা শেখ বাড়ির মৃত মনছুর আহমেদের ছেলে।

শাহীনের মামাশ্বশুর ও একই কারখানার শ্রমিক মো. হৃদয় বলেন, সোমবার দুপুরে পাইলিংয়ের কংক্রিট ভাঙার কাজ করছিল শাহীন। এ সময় হঠাৎ জমানো কংক্রিটের বড় একটি খণ্ড তার বুকে এসে আঘাত করে। এতে শাহীন মাটিতে পড়ে যায়। আমরা সিএনজি অটোরিকশাযোগে মীরসরাই মাতৃকা হাসপাতালে আনার সময় পথে তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার এসআই নিবাস কুমার ভট্টাচার্জ্য জানান, লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন