বাড়ি ফেরার দিনেই না ফেরার দেশে চলে গেলেন প্রবাসী

  21-02-2021 09:45AM

পিএনএস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে করোনায় আক্রান্ত সালাউদ্দিন আলমগীর (৩৫) নামে এক প্রবাসী মারা গেছেন।

স্থানীয় সময় শুক্রবার রাতে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সেদিন রাত ১টার ফ্লাইট ধরে দেশে ফেরার কথা ছিল তার।

জানা গেছে, দেড় সপ্তাহ ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন সালাউদ্দিন আলমগীর। দুই দফা করোনা পরীক্ষা করলেও রিপোর্ট নেগেটিভ আসে তার। তবুও সুস্থ না হয়ে ওঠায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। এজন্য বিমানের টিকিটও কেনেন সালাউদ্দিন। শুক্রবার স্থানীয় সময় রাত ১টার ফ্লাইট ধরে দেশে ফেরার কথা ছিল তার।

তবে ওই দিন সকালে হঠাৎ সালাউদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খলিফা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষায় এবার তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাউদ্দিন।

করোনা পজিটিভ থাকায় মরদেহ দেশে না পাঠিয়ে তাকে আরব-আমিরাতে দাফনের সিদ্ধান্ত নেয়া হয়।

সালাউদ্দিন আলমগীর দীর্ঘ ১৫ বছর ধরে আজমানে কর্মরত ছিলেন। তার দেশের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তিনি গড়দুয়ারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত এ কে এম শাহাবুদ্দীনের ছেলে। একমাস আগে দেশে ছুটি কাটিয়ে আমিরাতে ফিরেছিলেন সালাউদ্দিন। তিনি দুই কন্যা সন্তানের জনক।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন