সুন্দরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  21-02-2021 06:26PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলার সরকারি, বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যাংক-বীমা, বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন ও স্বেচ্ছা সেবী প্রতিষ্ঠান দিবসটি পালন করেন।

২০ ফেব্রয়ারী শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়। কর্মসুচির মধ্যে ছিল একুশের প্রভাতে শহীদ মিনার পাদদেশে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলণ, র্যালী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কাঙ্গালী ভোজ ও দোয়া মাহফিল। গতকাল রোববার প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ, পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, বীরমুক্তি যোদ্ধা সিরাজুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার খাদেমুল ইসলাম প্রমুখ। এদিকে বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, দক্ষিণ শ্রীপুর কুরুয়ার পাতা ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসা ভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি পালন করে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন