পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক মাতৃভাষা ও ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস পালিত।
বায়ান্ন ভাষা আন্দোলনে শহীদের শ্রদ্ধাভরে স্মরণে শহীদবেদীতে রাতের প্রথম প্রহরে পুষ্প মাল্য অর্পন মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়। রাত ১২.০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী নেতৃত্বে প্রথমে পুষ্প মাল্য অর্পন করেন। এর পর পাইকগাছা-কয়রা সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর পক্ষ থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী, মুক্তিযোদ্ধা তোবারেক হোসেন টুকু, ওসি এজাজ শফীর, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আ.লীগ সহ-সভাপতি সমীরন সাধু, উপজেলা বিএনপির পক্ষে ডা. আ. মজিদ ও অ্যাড. জিএম আ. সাত্তার, পাইকগাছা প্রেসক্লাবে সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাক ও সাধারণ সম্পাদক এম মোসলেমউদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নিতীশ চন্দ্র গোলদার, অধ্যাক্ষ মিহির বরুণ, শিক্ষক খালেকুজ্জামান, প্রধান শিক্ষক অজিত কুমার মন্ডল, সহ বিভিন্ন সংগঠন পুষ্প মাল্য অর্পন করেন। অনুরূপভাবে বাণিজ্যিক উপশহর সম্মিলিত একুশ উদযাপন পরিষদ কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন। রাত ১২.০১ মি. সামাজিক দুরত্ব ভজায় ও স্বাস্থ্যবিধি মেনে শহীদ বেদীতে পুষ্প স্তবক প্রধান ও শপথ বাক্য পাঠ করেন। ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন এর সঞ্চালনায় শহীদ বেদীতে একে একে পুষ্প মাল্য অর্পন করেন বিভিন্ন রাজনৈতিক দল, অঙ্গ ও সহযোগী সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ। শপথ পড়ান অ্যাড. বিপ্লব কান্তি মন্ডল। সকাল ৮টায় প্রভাতফেরী বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রভাত ফেরী শেষে সকাল সাড়ে ৮টায় প্রধান শিক্ষক মো. কবীর আহমেদ সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিএনএস/এসআইআর
পাইকগাছায় যথাযথ মর্যাদায় ২১ ফেব্রুরায়ী পালিত
