মাগুরায় শহীদ মিনার ভেঙেছে দুবৃর্ত্তরা

  21-02-2021 07:50PM

পিএনএস ডেস্ক : মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুন্ডী কলেজের শহীদ মিনারটি ভেঙে দিয়েছে দুবৃর্ত্তরা। রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সেখানে কলেজ শিক্ষকরা ফুল দিতে এসে এটি ভাঙা অবস্থায় পেয়েছেন।

কলেজ অধ্যক্ষ কাজল কুমার দে জানান, ২০১৭ সালে নিজস্ব উদ্যোগে এ শহীদ মিনারটি কলেজে নির্মিত হয়। প্রতি বছরের মতো এবারো শিক্ষকদের নিয়ে তিনি সকালে এখানে ফুল দিতে এসে এটি ভাঙা অবস্থায় মাটিতে লুটিয়ে থাকতে দেখেন। অজ্ঞাত দুর্বৃত্তরা এটি রাতের আঁধারে ভেঙে দিয়েছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, চার ফুট উচ্চতার শহীদ মিনারের নির্মাণে তিনটি পিলারে মোট ছয়টি আট মিলি মিটারের রড ব্যবহৃত হয়েছে।

কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে সেখানে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানসহ পুলিশের একটি দল উপস্থিত হয়েছে। শহীদ মিনারটি পুনঃস্থাপনের চেষ্টা চলছে।

এ সময় সেখানে উপস্থিত অতিরিক্তি পুলিশ সুপার কামরুল হাসান জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন