সেন্টমার্টিনে ভারতীয় বিমানবাহিনী প্রধানের ৩ ঘণ্টা

  23-02-2021 10:41PM

পিএনএস ডেস্ক : প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণ করে গেলেন ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া। আজ মঙ্গলবার দুপুরে চারজন সফরসঙ্গীসহ বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ফরোয়ার্ড বেজ সেন্টমার্টিন দ্বীপে আসেন তিনি।

এ সময় তাকে স্বাগত জানান কক্সবাজারের শেখ হাসিনা বিমানবাহিনী ঘাঁটির এওসি এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ সাফকাত আলী। এদিন দ্বীপে তিন ঘণ্টা অবস্থান নেওয়ার সময় বিভিন্ন স্থান ঘুরে দেখেন ভারতীয় বিমানবাহিনী প্রধান। দুপুর ১টায় তিনি জেটি ঘাটে আসেন। এরপর বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারযোগে তিনি সেন্টমার্টিন ত্যাগ করেন।

উল্লেখ্য, তিন দিনের বাংলাদেশ সফরে গতকাল সোমবার ঢাকায় এসে পৌঁছান ভারতীয় এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন