বালিয়াডাঙ্গীতে নীলগাই উদ্ধার

  24-02-2021 01:27PM


পিএনএস ডেস্ক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগর নদীর তীর থেকে একটি কালো রঙের পুরুষ নীলগাই আটক করেছেন স্থানীয়রা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া শালডাঙ্গা এলাকায় পথচারীরা নীলগাইটিকে দেখতে পেয়ে আটক করেন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান ও স্থানীয় কান্তিভিটা বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে উপস্থিত হয়। পরে বিজিবির সদস্যরা নীলগাইটিকে ক্যাম্পে নিয়ে যায়।

এলাকাবাসী জানান, বেশ কয়েকদিন ধরে সীমান্তবর্তী নাগর নদীর আশ-পাশে ঝড়-জঙ্গলে বিরল প্রজাতির এই নীলগাইটি অবস্থান করছিল। জঙ্গলের পাশে ফসল নষ্ট করলে কয়েকজন মিলে নীলগাইটিকে ধাওয়া দিলে পালিয়ে যায়। পরে আটক করতে সক্ষম হয়।

ঠাকুরগাঁও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, বিলুপ্তপ্রায় প্রজাতির একটি নীলগাই বালিয়াডাঙ্গীতে উদ্ধার হয়েছে। দ্রুত সময়ে দিনাজপুর জাতীয় উদ্যানে নীলগাইটিকে পাঠানো হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন