সৈয়দপুর পৌরসভায় জাপা প্রার্থীর ভোট বর্জন

  28-02-2021 01:21PM

পিএনএস ডেস্ক: ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নীলফামারীর সৈয়দপুর পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা মেয়র প্রার্থী সিদ্দিকুল আলম।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১ টার দিকে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে জাপার প্রধান নির্বাচনী কার্যালয়ে প্রেস কনফারেন্স করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে থাকলেও লাঙলের সুনিশ্চিত বিজয় জেনে সরকার দলীয় নেতাকর্মীরা লাঙলের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে। এমনকি লাঙলের কর্মীদের গুম করাসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে।

সিদ্দিকুল আরো অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও লাঙল প্রতীকের কর্মীদের নানাভাবে হয়রানি করছেন।

এসময় তার স্ত্রী আজমা সিদ্দিকসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন বর্জন করায় এখন আওয়ামী লীগের নৌকা প্রতীকের রাফিকা আক্তার বেবী, বিএনপি’র ধানের শীষের প্রার্থী রশিদুল হক সরকার, ইসলামী আন্দোলন হাতপাখা প্রতীকের হাফেজ মো. নুরুল হুদা ও মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী রবিউল আউয়াল রবি প্রতিদ্বন্দ্বিতরি মাঠে রয়েছেন।

এ পৌরসভা নির্বাচনে ৪১টি ভোট কেন্দ্রে ৯৩,৮৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন