নোয়াখালীতে ভোট কেন্দ্রে বৃদ্ধের মৃত্যু

  28-02-2021 04:53PM

পিএনএস ডেস্ক : নোয়াখালীর সেনবাগের কেশারপাড় ইউনিয়ন পরিষদের একটি ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপনির্বাচনে ভোট কেন্দ্রে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের লুদুয়া কলাবড়িয়া ভোট কেন্দ্রে ওই বৃদ্ধ ভোট দিতে গেলে এ ঘটনা ঘটে।

নিহত মো. খোরশেদ আলম (৬৫), একই এলাকার লুদুয়া দক্ষিণ পাড়া এলাকার জুলফিকার সাহেবের বাড়ির আবদুল কাদেরের ছেলে।

জানা যায়, সস্প্রতি ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোসদুর রহমান প্রকাশ মুছা মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। আজ ওই উপ-নির্বাচনে ভোটগ্রহণ করা হচ্ছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ওই নির্বাচনে ৫ জন প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানে মোট ভোটার ২৮১৩ জন। নির্বাচনের শান্তিশৃঙ্খলা রক্ষায় একজন নিবাহী ম্যাজিস্ট্রেট, ২৩ জন পুলিশ, ১৬ জন র্যাব, ২৫ জন আনছার সদস্য দায়িত্ব পালন করছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, খোরশেদ আলম ভোট দিতে গিয়ে ভোট কেন্দ্রের বুথে হ্যার্ট অ্যাটাক করে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে একপর্যায়ে ভোট কেন্দ্রের বুথে তাঁর মৃত্যু হয়।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন