রংপুরে কৃষি যান্ত্রিকীকরণের কর্মশালা

  28-02-2021 11:09PM

পিএনএস ডেস্ক : কৃষি যান্ত্রিকীকরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এ লক্ষ‌্যে ইতোমধ্যে ৩ হাজার ২০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গত ২৭ ফেব্রুয়ারি রংপুর জেলা পরিষদ মিলনায়তনে প্রকল্পের কর্মসূচি অবহিত করার জন্য একটি কর্মশালা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ। আরও উপস্থিত ছিলেন কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের পরিচালক মো. বেনজীর আলমসহ কৃষি অধিদপ্তরের আঞ্চলিক কর্মকর্তারা।

ওই কর্মশালায় দেশের প্রধান কৃষিযন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই মোটরস আধুনিক কৃষিযন্ত্র প্রদর্শন করে। যন্ত্রগুলোর মধ্যে ছিল—ধান ও গম কাটা, মাড়াই ও বস্তাবন্দি করার অত্যাধুনিক মেশিন জাপানের ইয়ানমার কম্বাইন হারভেস্টার ও চারা লাগানোর মেশিন রাইস ট্রান্সপ্লান্টার। বিজ্ঞপ্তি

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন