শেরপুরে শুদ্ধ হতে দুই গাঁজাসেবিকে তাবলীগে পাঠালেন ওসি!

  01-03-2021 11:16AM


পিএনএস ডেস্ক: ষাটোর্ধ্ব ওমর ও ফয়জুর নিয়মিত গাঁজা সেবন করেন। দু'জনের বাড়ি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বাকাকুড়া গ্রামে।

গাঁজা সেবন ছাড়া কাজকর্মে মন বসে না তাদের। কয়েকবার জেল হাজতও খেটেছেন। সেই যৌবন বয়স থেকেই তারা গাঁজা সেবন করেন। গতকাল রবিবার দুপুরে দুজনেই ধরা পড়েন পুলিশের হাতে। বয়স বেশী বিবেচনায় ওই থানার ওসি ফয়জুর রহমান দুজনকেই একটা সুযোগ দিতে চান।

শর্ত দুজনকেই এক চিল্লায় (৪০ দিন) যেতে হবে। দুজনেই রাজি হয়ে যায়। ওসি দুজনকেই টুপি পাঞ্জাবি কিনে দেন।এলাকার এক ঈমাম ডেকে দুজনকে ঈমামের হাতে তুলে দেওয়া হয়। আজ সোমবার ওই দুইজন তগলীগে যুক্ত হবেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে ঝিনাইগাতি থানার ওসি ফয়জুর রহমান বলেন, বয়স বেশী- এই বিবেচনায় সুযোগ দেওয়া হয়েছে। যদি ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে থেকে শুদ্ধ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে তবে সবার জন্যই ভালো।

পিএনএস/এএইচ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন