মাসব্যাপী সোনারগাঁয়ে শুরু হচ্ছে লোক ও কারুশিল্প মেলা

  01-03-2021 02:21PM


পিএনএস ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী মেলা ও লোকজ উৎসব। এবারের মেলা করোনা পরিস্থিতির জন্য দেড় মাস পিছিয়ে আজ শুরু হচ্ছে। বিগত বছরগুলোতে ১৪ জানুয়ারি শুরু হতো। মেলা উপলক্ষ্যে এরই মধ্যে ফাউন্ডেশন কর্তৃপক্ষ সকল প্রস্তুতি শেষ করেছে।

আজ সোমবার (১ মার্চ) বিকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহর সভাপতিত্বে সম্মানিত অতিথি থাকবেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফিন। বিশেষ অতিথি থাকবেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তইন বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম প্রমুখ।

মেলা চত্বর প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলা চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত।

পিএনএস/এএইচ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন