রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল শুরু

  02-03-2021 09:25PM

পিএনএস ডেস্ক : রাজশাহীতে গতকাল সোমবার থেকে চলা অঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যার পর রাজশাহী থেকে বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়।বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো।

মতিউল হক টিটো বলেন, ‘সন্ধ্যা ৬টা থেকে বাস চলাচল শুরু হয়েছে। রাতে আন্তঃজেলা বাস বন্ধ থাকে। সেজন্য এসব বাস কাল সকাল থেকে স্বাভাবিকভাবে চলবে। তবে আজ রাতে ঢাকাসহ দূরপাল্লার বাসগুলো যাত্রী পাওয়া সাপেক্ষে চলবে।’

এর আগে গতকাল রাজশাহী থেকে জেলা ও আন্তঃজেলার পরিবহন হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়। এতে করে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।

পরিবহন নেতাদের ভাষ্য, বগুড়ায় তাদের দুই শ্রমিককে মারধরের কারণে ন্যায়বিচার না মেলাই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল। এ ছাড়া আজ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ ছিল। বাস চলাচলে সড়কে নিরাপত্তাহীনতার আশঙ্কায় তারা বাস চলাচল বন্ধ রেখেছিল। যাতে কোনো প্রকার জ্বালাও-পোড়াও কিংবা বাস ভাঙচুরের ঘটনার কবলে পড়ে তাদের যেনো কোনো ক্ষতি না হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন