উইকেট নিয়ে ভারতকে খোঁচা ইনজামাম উল হকের

  03-03-2021 03:53PM


পিএনএস ডেস্ক: মোতেরায় বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চতুর্থ টেস্ট ম্যাচ। তবুও তৃতীয় টেস্টের পিচ নিয়ে বিতর্ক থামছেই না। এবার সেই বিতর্ককে উসকে দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইনজামাম উল হক।তিনি বলেছেন, ‘‘আইসিসি-র উচিত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’’

ইনজামাম উল হক বলেন, ‘‘আমার মনে পড়ছে না শেষ কবে টেস্ট ম্যাচ দুদিনে শেষ হয়েছিল। ভারত কী ভাল খেলে জিতল? নাকি এই উইকেট ভারতকে জিতিয়ে দিল? এই ধরনের উইকেটে টেস্ট ম্যাচ হওয়া উচিত? ভারত ভাল খেলছিল। অস্ট্রেলিয়াতেও আমরা ভারতকে দারুণ খেলতে দেখেছি। তবে এমন উইকেট তৈরি করলে টেস্ট ক্রিকেটের উন্নতি সম্ভব নয়। ১৭ টা উইকেট এক দিনের মধ্যেই পড়ে গেল! অবশ্যই ঘরের মাঠে খেলার একটা সুবিধা সকলেই নিতে চাইবে। তবে এই ধরনের উইকেট তৈরির কোনও মানে নেই।’’

এর আগে এই বিষয়ে মুখ খুলেছেন মাইকেল ভন, ভিভ রিচার্ডস, গৌতম গম্ভীর, ডেভিড লয়েড, শোয়েব আখতাররা। তাদের কেউ কেউ এই পিচের সমালোচনা করেছেন। আবার কেউ কেউ এর পক্ষেও কথা বলেছেন।

পিএনএস/এএইচ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন