ফেসবুকে ছড়িয়ে পড়া সেই অস্ত্রধারী ব্যক্তি গ্রেপ্তার

  03-03-2021 11:13PM

পিএনএস ডেস্ক : নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার কালো মানিক নামে এক ব্যক্তির রামদা উঁচিয়ে তোলা ছবি গত সোমবার ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওইদিন একটি মিছিলে তিনি মাথায় কালো কাপড় বেঁধে, হাতে রামদা উঁচিয়ে কোমরে চাকু লাগিয়ে অস্ত্র প্রদর্শন করে। এ নিয়ে এলাকায় ব্যপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। আজ বুধবার সেই কালো মানিককে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান। তিনি বলেন, ‘মোহনগঞ্জ উপজেলার মাইলোড়া গ্রামে ছাত্রলীগ কর্মী শরীফ হোসাইনকে গত মঙ্গলবার কুপিয়ে আহত করার ঘটনায় কালো মানিককে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি বলেন, ‘উপজেলার দেওথান গ্রামের বাসিন্দা কালো মানিক পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক। আজ বুধবার মোহনগঞ্জ শহর এলাকা থেকে নেত্রকোণা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ দল ওই অস্ত্রধারী মানিককে গ্রেপ্তার করে।’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন