কিশোরগঞ্জে তক্ষকসহ একজন আটক

  04-03-2021 10:36AM


পিএনএস ডেস্ক: কিশোরগঞ্জে সাতটি তক্ষকসহ খোরশেদ আলম (৩৪) নামে একজনকে আটক করেছে র্যারব-১৪, সিপিসি-২ এর একটি দল। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চং শোলাকিয়া গ্রামের নূর ইসলামের ছেলে।

র্যা ব সূত্র জানায়, একটি চক্র দেশের বিভিন্ন অঞ্চল থেকে বণ্যপ্রাণী শিকার করে অবৈধভাবে পাচারের জন্য বিক্রয় করে আসছে। গোয়েন্দা নজরদারি চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে বুধবার রাত সোয়া ১২টায় শহরের তারাপাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র্যা বের উপ পরিচালক কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তক্ষকগুলো সিলেট জেলার শায়েস্তাগঞ্জ এলাকা থেকে সংগ্রহ করেছিল এবং প্রতিটি তক্ষক চার লাখ টাকা দামে বিক্রি করার কথা ছিল বলে খোরশেদ আলম জানায়।

এ ব্যাপারে সদর মডেল থানায় বণ্যপ্রাণি সংরক্ষণ আইন-২০২১ অনুযায়ী মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন