মাহফিলে এসে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

  06-03-2021 11:52AM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ওয়াজ মাহফিলে এসে প্রতিপক্ষের ভাড়াটে লোকজনের ছুরিকাঘাতে সজিব হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে দেন। শুক্রবার (০৫মার্চ) দিনগত রাত অনুমান সোয়া দশটার দিকে শেরপুর শহরের হাসপাতাল রোড এলাকায় এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত সজিব হোসেন উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোষী গ্রামের শাহিন হোসেনের ছেলে ও স্থানীয় দি পারফেক্ট আইডিয়াল স্কুলের নবম শ্রেণী ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা থেকে শহরের হাসপাতাল রোড এলাকায় পৌরসভা কবরস্থান ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আর সেই ওয়াজ মাহফিলে অংশ নিতে যায় সজিব হোসেন। কিন্তু কোনো কিছু বুঝে উঠার আগেই একদল যুবক তার ওপর হামলে পড়ে। এমনকি পেছন থেকে তাঁর পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। এসময় তাঁর চিৎকারে ওয়াজ মাহফিলেন লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্কুলছাত্র সজিবকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাঁকে বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। গুরুতর আহত ওই স্কুলছাত্রের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

এদিকে ছুরিকাঘাতে আহত সজিবের দাদি আনোয়ারা বেগমসহ একাধিক স্বজণরা বলেন, ওয়াজ মাহফিলে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে এসেছে। কিন্তু শেরপুর শহরের জগন্নাথপাড়া এলাকার সৌরভ ও তার ভাড়াটে লোকজন সজিবকে ছুরিকাঘাত করেছে। পূর্বশক্রতার জেরধরে ঘটনাটি ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম শহিদ বলেন, উক্ত ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন