ভোলায় ঋণদাতাদের চাপে গৃহবধূর আত্মহত্যা

  07-03-2021 01:23AM

পিএনএস ডেস্ক:ভোলায় ঋণদাতাদের চাপে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহত ওই গৃহবধুর নাম রিংকু বেগম (৩৫)।

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রিংকু বেগম ভোলা সদর উপজেলার পূর্বপলিশা ইউনিয়নের চর আনন্দ পাট-৩ গ্রামের মো. খোকন মিয়ার স্ত্রী ও তিনি তিন সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয়রা জানান, রিংকু বেগমের স্বামী একজন জেলে। অনেক কষ্ট করে তাদের সংসার চলতো। রিংকু বেগম বিভিন্ন এনজিও থেকে ঋণ ও স্থানীয়দের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে তার স্বামীর ঘর নির্মাণ করেন।

পরে সময়মতো ঋণের কিস্তি পরিশোধ ও স্থানীয়দের থেকে নেওয়া টাকার সুদও দিতে পারছিলেন না; ফলে প্রতিনিয়ত পাওনাদারদের চাপ বাড়তে থাকে। পরে শনিবার সকালের কোনো এক সময় তিনি কীটনাশক পান করে আত্মহত্যা করেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফরিদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকালের দিকে আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টির তদন্ত চলছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন