সুন্দরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন

  07-03-2021 07:27PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যথাযথ মযদ্ায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন করা হয়েছে।

রোববার উপজেলা প্রশাসন, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবি সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন ব্যাপক কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি পালন করে। কর্মসুচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প্যমাল্য অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মাইকে ভাষণ বাজানো, দোয়া মাহফিল ও তবারক বিতরণ। দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক আশরাফুল আলম সরকার, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, পৌর মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, ওসি আব্দুল্লাহিল জামান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মুনছুর, রীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্প্যমাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সিনিয়র যুগ্ম আহবায়ক আফরুজা বারী, যুগ্ম আহবায়ক সৈয়দা খুরশীদ জাহান হক স্মৃতি, সাজেদুল ইসলাম, আহসান আজিজ সরদার মিন্টু, রেজাউল আলম রেজা, হাফিজা বেগম কাকলী, ভাইস চেয়ারম্যান উম্মে ছালমাসহ উপজেলা আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন