অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ, মারধর করে যাত্রীর মুখমণ্ডল ফাটালেন চালক

  06-04-2021 11:54AM


পিএনএস ডেস্ক: তার নাম সৈয়দ আক্তার হোসেন বাদল। এক অটোরিকশা চালক অতিরিক্ত ভাড়া চাওয়ায় প্রতিবাদ করেছিলেন তিনি। আর এতে তাকে মারধর করে মুখমণ্ডল ফাটিয়ে দিয়েছেন ওই চালক।

আহতাবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তিনি নগরের সাগরদি এলাকার একজন ব্যবসায়ী।

সোমবার লকডাউনের প্রথম দিন সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে সামনে এ ঘটনা ঘটে।

আহত আক্তার হোসেন জানান, সাগরদি থেকে একটি ব্যাটারিচালিত হলুদ অটোরিকশায় চড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের গেটে নামেন তিনি। পূর্ব নির্ধারিত ভাড়া ৫ টাকা দিলে ওই অটোচালক তা না নিয়ে দ্বিগুণ ভাড়া ১০ টাকা দাবি করেন। এ নিয়ে বাদানুবাদ হলে চালক তার ওপর আকস্মিক আক্রমণ চালান।

অটোচালকের হামলায় যাত্রী বাদলের মুখমণ্ডল ও ডান চোখ আঘাতপ্রাপ্ত হয়। এসময়ে আশপাশের লোকজন এগিয়ে এলে অটোরিকশা রেখে পালিয়ে যান ওই চালক।

পরে আহত ওই ব্যক্তিকে শেবাচিম হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার এসআই সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটো গাড়িটি জব্দ করে নিয়ে থানায় আনা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন