ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতা ও বিবাহিতরা, গণপদত্যাগ

  07-04-2021 05:40PM

পিএনএস ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের ঘোষিত ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে স্থান করে নিয়েছেন ছাত্রলীগের পদধারী এক নেতা। কমিটিতে পদ পেয়েছেন বিবাহিত ও অছাত্ররাও। এ ঘটনাকে কেন্দ্র করে ১৩ জন নেতা পদত্যাগ করেছেন।

সদ্য পদত্যাগ করা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নাহিদ হাসান ভুইয়া জানান, গত ২৫ মার্চ গঠন হওয়া উপজেলা ছাত্রদলের ২১ সদস্যবিশিষ্ট কমিটতে বিবাহিত সুলতান মাহমুদকে আহ্বায়ক ও এবং অছাত্র মাসুদুর রহমান মাসুদকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, মহানগড় উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক আরিফ বিল্লাহ আলিফকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে এই কমিটিতে। এ কারণে আমরা উপজেলা ছাত্রদলের পদ পাওয়া ১৩ জন যুগ্ম-আহ্বায়ক ও সদস্য গণপদত্যাগ করেছি।

তার অভিযোগ, জেলা ছাত্রদলের সভাপতি মসিউর রহমান রনী ও সাধারণ সম্পাদক খাইরুল আলম সজিব ৩০ লাখ টাকা লেনদেন করে এই কমিটির অনুমোদন দিয়েছেন।

জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল মামুন বলেন, যে কমিটি হয়েছে তা সম্পূর্ণ কেন্দ্রের নির্দেশে। এর দায়ভার জেলা ছাত্রদলের নয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন