পৌরভবনে হেফাজতের ভাঙচুর: রাস্তায় দায়িত্ব নিলেন ব্রাহ্মণবাড়িয়ার মেয়র

  08-04-2021 02:19PM

পিএনএস ডেস্ক : হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কার্যালয় ব্যবহারযোগ্য না থাকায় রাস্তায় বসে দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরভবনের সামনে খোলা আকাশের নিচে তারা এই দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব নেওয়ার সময় মেয়র নায়ার কবির বলেন, হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের ভাঙচুর-অগ্নিসংযোগের কারণে পৌরভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে রাস্তায় বসে মেয়রের দায়িত্ব নিতে হয়েছে।
উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। তারা বিভিন্ন সরকারি, বেসরকারি, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন