খাবারে গোশত কম দেওয়ায় বর ও কনে পক্ষের সংঘর্ষ, আহত ১০

  09-04-2021 09:25PM

পিএনএস ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে বিয়ে বাড়িতে খাওয়ার সময় গোশত কম দেওয়াকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুর তিনটার দিকে বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত রাসেল (২৫), সেলিম (৩০) ও হাসানকে (২৬) কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেড় মাস আগে বিপিনপুর গ্রামের তোফাজ্জেলের ছেলে আরিফের সঙ্গে একই গ্রামের রাজ্জাকের মেয়ে রাজিয়ার বিয়ে হয়। গত বুধবার আনুষ্ঠানিকভাবে ছেলে পক্ষ মেয়েকে তুলে আনেন। পরে আজ মেয়ে পক্ষের লোকজন ছেলের বাড়িতে মেয়েকে নিতে আসেন।

খাওয়া দাওয়ার পর্বে মেয়ে পক্ষের লোকজনকে গোশত কম দেওয়ার অভিযোগ উঠলে উভয়পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তারা বিয়ের প্যান্ডেল ও আসবাবপত্র ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন