চাঁদপুরে আইসোলেশনে থাকা ৩ জনের মৃত্যু

  10-04-2021 03:03AM

পিএনএস ডেস্ক : চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নারীসহ তিনজন মারা গেছেন।

শুক্রবার (৯ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা মারা যান। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

মৃত ব্যক্তিরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামের হিমা খাতুন (৭৫), শহরের ব্যাংক কলোনির বাসিন্দা মনির চৌধুরী (৫৯) ও হাইমচরের আলগী বাজার এলাকার কমলাপুর গ্রামের তাজুল ইসলাম (৭০)।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ঈসারুহুল্লা বলেন, মৃত ব্যক্তিদের মধ্যে ৩ এপ্রিল তাজুল ইসলাম, ৭ এপ্রিল রহিমা খাতুন ও মনির চৌধুরী ভর্তি হন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ বাড়ি পৌঁছানো, কাফন ও দাফনের ব্যবস্থা করা হবে।

এদিকে, ২০২০ সালের ৯ এপ্রিল থেকে চলতি বছরের ৮ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত এক বছরে চাঁদপুরে করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ৩৪৬৩ জন। এদের মধ্যে মারা গেছেন ৯৭ জন। আর চিকিৎসাধীন রয়েছেন ৪৫২ জন। এই এক বছরে ৮ উপজেলা থেকে ২১ হাজার ৬৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে সদর হাসপাতালে নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ১১০ জনের।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন