শেরপুরে আটক দুই ভারতীয়কে বিএসএফের কাছে হস্তান্তর

  11-04-2021 01:32AM

পিএনএস ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটকের পর বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি। শনিবার বিকালে ওই দুইজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের শর্তে হস্তান্তর করা হয়।

আটকের পর ভারতীয় ওই দুই নাগরিককে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল।

আটককৃতরা হলো কাবিল মিয়া ও সিদ্দিক আলী। তাদের দুজনের বাড়ি ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার মানকা থানার কাত্রিপাড়া এলাকার ডাকাইর গ্রামে।

সূত্র জানায়,শনিবার সকালে উপজেলার সীমান্ত এলাকার কালাকুমা গ্রামে ভারতীয় দু'জন নাগরিক ঘোরাঘুরি করছিলো। এ সময় রামচন্দ্রকুরা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ওমর ফারুক তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দুটি এনআইডি কার্ড, একটি ব্যাংকের এটিএম কার্ড ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন