ডিমলায় করোনাসামগ্রী বিতরণ

  14-04-2021 05:00PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : দেশে চলমান কোভিড ১৯ প্রাদূর্ভাব এড়াতে বাংলাদেশ সান সোলার প্যানেল এনার্জি লিমিটেড এর সহযোগিতায়,গ্রাম বিকাশ কেন্দ্র(জিবিকে)বাস্তবায়নে করোনা সামগ্রী বিতরণ করা হয়।

১৩ এপ্রিল সকালে নীলফামারীর ডিমলা উপজেলার ৭নং খালিশা চাপানি ইউনিয়ন ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার এর সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে কমিনিটি লিয়াশন (বাংলা সান সোলার প্যানেল এনার্জি লিমিটেড)অফিসার সুমাইয়া সীমার পরিচালনায় উপকারভোগীদের উদ্দেশ্যে আলোচনা রাখেনন গ্রামীন বিকাশ কেন্দ্র(জিবিকে)পরিচালক ফরহাদুল ইসলাম।বাংলা সান সোলার প্যানেল এনার্জি লিমিটেড ল্যান্ড এজেন্ট হুমায়ুন কবির, রবিউল ইসলাম শুকারু,মৌসুমী আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোকছেদুল ইসলাম, ওবায়দুল্লাহ মিয়া,ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান প্রমূখ।

উক্ত সভায় ফরহাদুল ইসলাম বলেন, করোনার প্রাদূর্ভাব এড়াতে ইতি মধ্যে আমরা উপজেলার বিভিন্ন স্থানে ১৫টি হ্যান্ড ওয়াশ স্টেশন স্থাপন করেছি,এর পাশাপাশি করোনা সামগ্রী বিতরণ করেছি।

রবিউল ইসলাম শুকারু বলেন, অদৃশ্য করোনা ভাইরাস সংক্রমণের প্রতিকারের বিষয় গুলোর প্রতি আমাদের মনোনিবেশ করতে হবে।কারণ,জীবন আপনার, তা সু রক্ষার দায়িত্ব ও আপনার। তিনি আরও বলেন,আমরা আমাদের সাধ্যমতে মনুহারা গ্রামের প্রত্যেকটি বাড়িতে করোনার সামগ্রী পৌঁছে দিয়েছি।আসুন আমরা এ সংকটময় সময় অসহায়দের পাশে দাঁড়াই। পরিশেষে বাংঙ্গালীর চিরাচরিত প্রথা বৈশাখের আনন্দ সবার পরিবারে ছড়িয়ে পড়ুক এমনটাই প্রত্যাশা করি।

পরিশেষে সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, তা আমাদের ভূলে গেলে চলবে না।তাই আসুন বৈশ্বিক এ করোনার প্রকট থেকে নিজে বাঁচি অপরকে বাঁচাই।দয়াময় প্রভূ পবিত্র মাহে রমজানের মধ্য দিয়ে এ করোনাকে চির তরে বিদায় দিক এ প্রার্থনাই করি।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন