গৃহকর্মীকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ৩

  16-04-2021 08:23PM

পিএনএস ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহকর্মীকে (২৫) বাড়িতে কাজ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে চারজন যুবক ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার বাগড়া হঠাৎপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নির্যাতিত গৃহকর্মী বাদী হয়ে রাতেই একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে।

তারা হলেন, উপজেলার বাগড়া হঠাৎপাড়া এলাকার মামুন প্রামাণিক (৩৫), সোহাগ সরকার (২২) ও আবদুল খালেক (৫০)। এ ঘটনায় পলাতক রয়েছেন অপর আসামি বাগড়া চকপোতা গ্রামের দুলু শেখ (৩২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ওই তরুণী বাসা-বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজের খোঁজে শেরপুরের ধুনট রোড এলাকায় যান। রাত আটটায় ধুনট রোড বাসস্ট্যান্ডে বাড়ি ফিরতে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি।

এ সময় সোহাগ বাড়িতে কাজ দেওয়ার কথা বলে বাগড়া হঠাৎপাড়ায় নিয়ে যান। সেখানে তারা চারজন মিলে তাকে ধর্ষণ করেন। গৃহকর্মীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। স্থানীয়রা তিনজনকে হাতে নাতে আটক করে পুলিশ সোপর্দ করেন। এ সময় পালিয়ে যান বাগড়া চকপোতা গ্রামের দুলু শেখ।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘আটক তিনজনকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের সঙ্গে জড়িত অপর একজনকে গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে। এ ছাড়া ওই গৃহকর্মীর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন