ডিমলায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

  18-04-2021 07:25PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশিত লকডাউন সফল করতে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন হাট বাজারে সচেনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে মাক্স বিতরণ, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্য বিধি সুরক্ষা সহ সরকারের ১৮টি নির্দেশনা মেনে চলার আহবান জানান এবং কোথাও কোন সমস্যা হলে তা সমাধানের জন্য তিনি ছুটে আসেন।

১৭ এপ্রিল বিকালে নীলফামারী ডিমলা উপজেলার খালিশা চাপানী ডালিয়া নতুন বাজার সংণগ্ন মাঠে বেদ বহরের ৫০টি পরিবারকে প্রধান মন্ত্রীর উপহার হিসেবে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণ রায়, চেয়ারম্যান আতাউর রহমান সরকার, সাংবাদিক মোহাম্মদ আলী সানু, মোহাম্মাদ মিশুক আহমেদ বর্ষ, সমাজ সেবক শাহানুর রহমান ভাকু প্রমূখ।বেদ বহরের সর্দার সোলায়মান বলেন, লক ডাউনের ফলে গ্রামে সাপের খেলা,শিং বসানো বন্ধ হওয়ায় বহরের অনেকে খাদ্য সংকটে ভুগছিল বিষয়টি সাংবাদিকের দৃষ্টি নন্দন হলে ইউএন স্যার,চেয়ারম্যান মহদয় সহ দ্রুত খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।এতে কিছুটা হলেও উপকৃত হব।তবে এ অবস্থা চলতে থাকলে আমরা খতিগ্রস্ত ও হয়ে চরম সংকটে পরব। আমাদের প্রতি একটি চোখ রাখবেন।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন