নোয়াখালীতে আরো ৮১ জন করোনা রোগী শনাক্ত

  18-04-2021 11:39PM

পিএনএস ডেস্ক : নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও ৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। রোববার (১৮ এপ্রিল) রাতে সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদরে ৩২ জন, সূবর্ণচরে ৫ জন, বেগমগঞ্জে ২৬ জন, সোনাইমুড়িতে তিনজন, চাটখিলে সাতজন, কোম্পানীগঞ্জে ৩ জন ও কবিরহাটের পাঁচজন।

তিনি আরও বলেন, এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৬ হাজার ৯৬১ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০৩ জন। মারা গেছেন ১০০ জন। বর্তমানে ১ হাজার ২৫৮জন আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের নোয়াখালী জেলা সভাপতি ডা. ফজলে এলাহী খান বলেন, এভাবে সংক্রমণ বাড়তে থাকলে বিপদের শঙ্কা দেখা দিতে পারে। তাই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন