প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুবকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

  20-04-2021 10:31PM

পিএনএস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট করার অপরাধে ছাতকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ছদরুল ইসলাম সাজু (২২) নামের এক যুবকের দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২০ এপ্রিল) ভার্চুয়াল কোর্টে রিমান্ড শুনানিতে তার এ রিমান্ড মঞ্জুর হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে গত রবিবার (১৮ এপ্রিল) ছাতক থানার এসআই মহিন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সাজু ছাতক পৌর শহরের রহমতবাগ এলাকার বাসিন্দা। এ ঘটনায় জিবরান আহমদ নামের আরেকজনকে আসামি করা হয়েছে।

জানা যায়, গত (৪ এপ্রিল) ছাতক থানায় হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক সমর্থকদের হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গত শনিবার রাতে ছদরুল ইসলাম সাজুকে আটক করা হয়। পরে তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে দেওয়া স্ট্যাটাস পাওয়া যায়। পরবর্তীতে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম জানান, প্রাথমিকভাবে সাজুর ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন