সিলেটে উদ্বোধনের আগেই ধসে পড়লো যাত্রী ছাউনি!

  21-04-2021 02:49AM

পিএনএস ডেস্ক : সিলেটের জকিগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ধসে পড়েছে একটি যাত্রী ছাউনি। সোমবার (১৯ এপ্রিল) রাতে যাত্রী ছাউনীটি ধসে খাদে পড়ে যায়।

জানা যায়, উপজেলার আমলসীদ গ্রামে বারঠাকুরী ইউনিয়ন পরিষদের অর্থায়নে দুই লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে এই যাত্রী ছাউনী নির্মাণ করা হয়েছে। পিআইসির মাধ্যমে নির্মাণ কাজের দেখভাল করছেন ৬নং ওয়ার্ডের সদস্য আতাউর রহমান।

এলাকাবাসীর অভিযোগ নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই উদ্বোধনের আগেই ধসে পড়েছে ছাউনীটি।

এলাকাবাসী জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরীর তত্ববধানে স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান প্রকল্পটির কাজ করছেন। তিনি প্রকল্প কমিটির চেয়ারম্যানও।

এ ব্যাপারে প্রকল্প কমিটির চেয়ারম্যান ইউপি সদস্য আতাউর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করেও তাকে পাওয়া যায়নি।

বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা টিপু বলেন, ইউপি সদস্য আতাউরকে প্রকল্প সভাপতি করে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু এখনো ইউনিয়ন পরিষদ প্রকল্পটি গ্রহণ করেনি।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন