সুন্দরগঞ্জে তিস্তার ভাঙ্গন কবলিত এলাকায় পরিদর্শন এমপি শামীম

  02-05-2021 05:40PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নে তিস্তায় ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং আগাম নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের তদারকি করেছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

বৃহস্পতিবার তিনি গাইবান্ধা হতে স্পিডবোর্ড যোগে নদী পথে কাপাসিয়া ও শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং শ্রীপুর ইউনিয়নের বাবুবাজার নামকস্থানে জিত ব্যাগ ফেলা কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মোখলেছুর রহমান, কাপাসিয়া ইউপি চেয়ারম্যন জালাল ইদ্দন, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান ফুল মিয়া, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, শ্রীপুর ইউনিয়ন জাপার সভাপতি নজরুল ইসলাম রাজা, সাধারন সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ। এমপি শামীম জানান, নদী পাড়ের মানুষজন অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছে। সে কারনে নদী ভাঙন রোধে সর্বচ্চো গুরুত্ব দিয়ে তিনি কাজ করছেন। তিনি বলেন ইতিমধ্যে নদী সংরক্ষন, ভাঙন রোধ এবং বন্যা নিয়ন্ত্রন বাঁধ মেরামতের জন্য ৪০২ কোটি টাকার একটি প্রকল্প সরকার অনুমোদন দিয়েছে। আরও কাজ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সাথে যোগযোগ করে বরাদ্দের আবেদন জানাবেন।

পিএনএস/এসআইআর



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন