সহিংসতার মামলায় হাটহাজারীতে হেফাজতের দুই নেতা গ্রেপ্তার

  05-05-2021 02:30AM

পিএনএস ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন— হেফাজতের হাটহাজারী পৌরসভা কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা মো. আরিফ ও হাটহাজারী উপজেলা কমিটির সহ-দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম।

মঙ্গলবার (৪ মে) হাটহাজারী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাটহাজারীতে সহিংসতার ঘটনায় সম্পৃক্ততার তথ্যপ্রমাণ পাওয়ার পর হেফাজতের দু’জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ২৬ মার্চ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে হাটহাজারী থানা ভাঙচুর, ডাকবাংলোতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এছাড়া রাস্তায় ব্যারিকেড দিয়ে হাটহাজারী সড়কে চারদিন গাড়ি চলাচল বন্ধ রাখা হয়। এসব ঘটনায় হাটহাজারী থানায় সাতটি মামলা দায়ের করা হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন