ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের বৃত্তি ও উপকরণ বিতরণ

  05-05-2021 06:23PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর তানোরে বুধবার (৫ মে) ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৩৫ জন প্লে গ্রুপ থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে ৯ লাখ টাকা শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠির জীবনমান উন্নয়নে গৃহীত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় এর আয়োজন করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামানিক, উপজেলা আদিবাসী নেতা ও সরকারি মুন্ডুমালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মি: কামেল মার্ডি প্রমুখ।

পিএনএস/এসআইআর



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন