সারা দেশে একদিনে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

  10-05-2021 02:53AM

পিএনএস ডেস্ক: দেশের বিভিন্ন জায়গায় বজ্রপাতে একদিনে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার সকাল থেকে বিকেলের মধ্যে এ ঘটনা ঘটে।

প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজারে বজ্রপাতে কালু মুন্সি (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কালু মুন্সি পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জালিশা গ্রামের মমিন উদ্দিন মুন্সির ছেলে।

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষক নিজাম উদ্দিনের মৃত্যু হয়েছে। তিনি পিরপুর বায়তুল জামান আমে মসজিদের মুয়াজ্জিনও। রোববার দুপুরে সদর উপজেলার পীরপুর গ্রামের মাঠে এ প্রাণহানির ঘটনা ঘটে। নিহত নিজাম একই গ্রামের মৃত ময়জদ্দিন মন্ডলের ছেলে।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বজ্রপাতে আলেয়া বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টায় বাড়ির পাশের ধান ক্ষেত দেখতে যান তিনি। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত আলেয়া বেগম উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের মহেদ্রগাঁও গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী।

পটুয়াখালী সদর উপজেলায় বজ্রপাতে ইব্রাহিম হাওলাদার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইব্রাহিম ওই গ্রামের আইয়ুব আলী হাওলাদারের ছেলে।

দিনাজপুরের কাহারোলে বজ্রপাতে তারিম ইসলাম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঝিনুক (১২) নামে এক কিশোরী গুরুতর আহত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ১নং ডাবোর ইউনিয়নের চামদুয়ারি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারিম ইসলাম ওই গ্রামের মোন্নাফ আলীর ছেলে ও আহত ঝিনুক মাসুদ আলমের কন্যা। আহত ঝিনুক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন