ঈদের ছুটি চাওয়ায় পুলিশের গুলি, আহত ৯

  10-05-2021 04:50PM

পিএনএস ডেস্ক: ঈদের ছুটি চাওয়ায় টঙ্গীর মিলগেট এলাকার হা-মীম গ্রুপের পোশাক শ্রমিকদের ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন ৯ জন। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (১০ মে) বেলা ১১টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শ্রমিক মিজানুর রহমান (২৪), হাসান (২৬), রুবেল (২২), জাহিদ হোসেন (২৫), রনি (২৪), মামুন (২৬), সোহেল (২২), রুবেল হোসেন (২৪), ইমরান হোসেন (২৪)। তারা সবাই ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

হা-মীম গ্রুপের ডেনিম গার্মেন্টসে কর্মরত আহত রবিউল মিয়া বলেন, সকালে আমরা ঈদের ১০ দিনের ছুটি চাই। আমাদের এক সহকর্মী গেট থেকে বের হলে, পুলিশ লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। আমরা পুলিশের কাছে জানতে চাইলাম, কেন তারা আমাদের সহকর্মীকে আহত করল? এরপর তারা গুলি শুরু করে। আমরা প্রায় ৪০-৫০ জন আহত হয়েছি। অনেকে টঙ্গী হাসপাতালে আছে। আমরা ৯ জন ঢাকা মেডিকেলে এসেছি। সবাই গুলিতে আহত। আমরা কোনো ভাঙচুর, মিছিল, মিটিং বা সড়ক অবরোধ করিনি। তারা বিনা বিচারের আমাদের ওপর গুলি চালায়।

আহত মামুন জানান, আমাদের দাবি ছিল ১০ দিনের ছুটি দিতে হবে। রোববার আমরা কাজ বন্ধ রাখি। আজ আমাদের জানানোর কথা, কিন্তু পুলিশ আমাদের ওপর গুলি চালাল। আমরা কোনো ধরনের ঝামেলা করিনি। তারপরও আমাদের ছুটির বদলে গুলি চালিয়ে দিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, টঙ্গী মিলগেট এলাকায় গুলিবিদ্ধ নয় শ্রমিক ঢাকা মেডিকেলের ইমারজেন্সিতে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবগত করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন