বেলাবোতে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত দুই

  09-06-2021 01:17AM

পিএনএস ডেস্ক : নরসিংদীর বেলাবোতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধারের কাজ চালাচ্ছে।

মঙ্গলবার রাতে জেলার বেলাবো উপজেলার দড়িকান্দি এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

ডাকাত সন্দেহে নিহতরা হলেন- রায়পুরা উপজেলার রসুলপুর গ্রামের মৃত আতাউর মিয়ার ছেলে জুয়েল (২৬) ও একই গ্রামের শহিদুল মিয়ার ছেলে নাদিম (২৮)।

পুলিশ জানিয়েছে, রাত ৯টার দিকে নিহত ডাকাত জুয়েলসহ ৪/৫ জনের একটি দল বেলাবো উপজেলার নারায়নপুর ইউনিয়নের দরিকান্দি এলাকায় সড়কে একটি অটোরিকশায় ডাকাতির চেষ্টা চালায়। ওই সময় অটোতে থাকা যাত্রীরা চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ডাকাতদলকে ঘেরাও করে ফেলে। এ সময় ৩ ডাকাত পালিয়ে গেলেও দুই জনকে ধরে ফেলে গ্রামবাসী। পরে উত্তেজিত গ্রামবাসী তাদের পিটুনি দেয়। এতে তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।

বেলাবো থানার ওসি সাফায়াত হোসেন পলাশ বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন