আশ্রয়ণ-২ প্রকল্পের ব্যারাক হস্তান্তর সেনাবাহিনীর

  09-06-2021 07:37PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় ‘আশ্রয়ণ-২’ প্রকল্পটি আজ বুধবার (০৯ জুন ২০২১) বেসামরিক প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সেখানে কুমিল্লা সেনানিবাসের দায়িত্ব প্রাপ্ত সেনা কর্মকর্তাগণসহ বেসামরিক উর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গত ১ এপ্রিল ২০২১ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের অধিনস্থ ৪৪ পদাতিক ব্রিগেডের ৩ বীর এর তত্ত্বাবধানে হাইমচর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ০৫ ইউনিট বিশিষ্ট ২৮টি সেমিপাকা ব্যারাক হাউজ নির্মাণ কাজ শুরু হয় এবং গত ২২ মে ২০২১ তারিখে কার্য সম্পন্ন হয়।

এ আশ্রয়ণ প্রকল্পে ৫ ইউনিট বিশিষ্ট সেমিপাকা ব্যারাকের সংখ্যা ২৮টি এবং বিশুদ্ধ পানির জন্য ২৮টি গভীর নলকূপ ও ৮৪টি টয়লেট স্থাপন করা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, পশ্চিম হাইমচরে আশ্রয়ণ-২ প্রকল্পটি এই অঞ্চলের ১৪০টি গৃহহীন পরিবারের বাসস্থানের সুযোগ সৃষ্টিতে এবং এই অঞ্চলের আর্থ-সামজিক উন্নয়নে বলিষ্ট ভূমিকা রাখবে বলে স্থানীয় জনগণ দৃঢ় ভাবে বিশ্বাস করে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন