সুন্দরগঞ্জে প্রকল্পের অবহিতকরণ সভা

  09-06-2021 08:00PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : বন্যার শুরুতেই অতিদরিদ্র জনগোষ্ঠিকে চিহিৃত করে আগাম প্রস্তুতি গ্রহন ও বন্যা পূর্বমূহুর্তে মানবিক সাড়া প্রদানের মাধ্যমে তাদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা বিষয়ক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএেস ফাউন্ডেশনের বাস্তবায়নে সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে গতকাল বুধবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ফজলুল করিম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএেস ফাউন্ডেশনের এমএম ডাব্লিউ ডাব্লিউ প্রকল্পের উপজেলা সমন্বয়কারি কৃষিবিদ জামাল উদ্দিন, প্রকল্প সমন্বয়কারি সাজেদুর রহমান, সেভ দ্য চিলড্রেনের প্রকল্প অফিসার তাজমুল ইসলাম, এফএফ মশিউর রহমান প্রমুখ। সভার শুরুতেই প্রকল্প সমন্বয়কারি জানান, প্রকল্পটি উপজেলার কাপাসিয়া, বেলকা ও তারাপুর ইউনিয়নে আগামী চার মাসের জন্য কাজ করবে। তিনটি ইউনিয়নের ৪৫০ জন উপকারভোগী মোবাইলের মাধ্যমে তিন হাজার করে টাকা পাবে। এছাড়া বন্যা চলাককালিন সময় স্যানিটারি ল্যাপকিন, হান্ডস্যানিটাইজারসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হবে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন